সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
The Daily Post

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নতুন মিশনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নতুন মিশনে বাংলাদেশ

গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে ব্যস্ততার শেষ নেই। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল-সবুজের মেয়েরা। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ—ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ।

গত শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল পৌঁছেছে ভুটানে। পরদিন শনিবার (১৬ আগস্ট) সকালে থিম্পুর বাবেনা গ্রাউন্ডে প্রথম অনুশীলনে ঘাম ঝরায় তারা। নতুন আবহাওয়ার কারণে কিছুটা ভোগান্তি হলেও দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দলের সদস্য উম্মে কুলসুম জানালেন, “সবাই সুস্থ আছে। নতুন কন্ডিশনে প্রথম দিন অনুশীলনে একটু কষ্ট হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা ও শিরোপা জয়।”
কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা

টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই—নতুন পরিবেশে খাপ খাওয়ানো। দলের টিম ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, “আমরা কয়েক দিন আগে এসেছি যেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি। এখানে কখনো রোদ, কখনো প্রবল বৃষ্টি—সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ থাকবেই। তবে আমি মনে করি, এই আগেভাগে আসা আমাদের জন্য সুবিধা এনে দেবে। প্রথম ম্যাচেই আমাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। যদিও প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।”

টুর্নামেন্টের কাঠামো

আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান—এই চার দল খেলবে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। সর্বশেষ ঢাকায় হওয়া অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপেও এমন ফরম্যাটে শিরোপা নির্ধারিত হয়েছিল।

শেষবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ঢাকায়। সেখানে সাফের চারটি দল ছাড়াও অতিথি হিসেবে অংশ নেয় রাশিয়া। শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জেতে রাশিয়া। রানার্সআপ হয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে এবারের আসরে আর কোনো অতিথি দল নেই, ফলে সরাসরি শিরোপাই বাংলাদেশের মূল লক্ষ্য।

টিএইচ