বুধবার, ০৭ মে, ২০২৫
ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
The Daily Post

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

স্বজনরা জানিয়েছেন, রোববারও (২৪ ডিসেম্বর) তিনি সন্ধ্যা পর্যন্ত অফিস করেন। পরে রাতে অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের। তার উদ্যোগ সফল হলে গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। সিটি গ্রুপের অধীনে ৪০ টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ।

টিএইচ