বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

অভয়নগরে চোরাই মালামাল উদ্ধারসহ দুজন গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে চোরাই মালামাল উদ্ধারসহ দুজন গ্রেপ্তার

বিভিন্ন এলাকা ঘুরে ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান চুরির ছক তৈরির পর করতেন চুরি। এরপর চোরাই মালামাল তারই এক সহযোগীর মাধ্যমে করতেন বিক্রি। এমনই এক সক্রিয় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ।

গ্রেপ্তার দুই চোর হলেন, নড়াইল জেলার নড়াগাতী উপজেলার বাঐসোনা গ্রামের মো. ফকিরের ছেলে সিফাত। সে অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে মৃত জব্বার তরফদারের ছেলে মকবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকত। অপর আসামি সিফাতের সহযোগী শাহিনুর রহমান একই জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। জানা গেছে, গত সোমবার রাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের মালামাল চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার থানায় মামলার পরে সিসি টিভি ফুটেজ দেখে মামলার পর আসামি সিফাতকে উপজেলার বুইকারা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে সে চুরির কথা স্বীকার করলে একটি ল্যাপটপ, স্মার্ট টেলিভিশন, কম্পিউটারের পিসি, সাইন্ডবক্স, সাউন্ডকার্ড, হেডফোনসহ প্রায় এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।

এছাড়া সিফাতের সহযোগী শহিনুরকে গ্রেপ্তারের পর ৬৬ হাজার ৭০০ টাকার একই ধরনের চোরাই মালামাল উদ্ধার করা হয়। দুই দফা অভিযানে সর্বমোট দুই লাখ ৪১ হাজার ২০০ টাকার চোরাই ইলেকট্রনিক্স মালামাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বুধবার (৯ জুলাই) অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, প্রায় আড়াই লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

টিএইচ