মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়াম এলাকায় ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) কিশোরের লাশটি উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন মাঠপাড়া এলাকার মামুন হাওলাদারের ছেলে। সকাল ৯টার দিকে ইয়াসিন বাড়ি থেকে বের হয়েছিল বলে জানিয়েছে স্বজনরা।
স্থানীয়রা জানান, জেলা স্টেডিয়ামের গ্যালারির অংশ ভাড়া নেয়া ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজটি পরিচালিত হচ্ছিলো। বুধবার (৯ জুলাই) সেখানে পরিত্যক্ত কক্ষের কলাপসিবল গেটে ধরে থাকা অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পায় লোকজন। এসময় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবার জানিয়েছে। মাদক সেবন নাকি অন্য কোন কারণ আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
টিএইচ