মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন।
বুধবার (৯ জুলাই) পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে গুমাধ্যমকর্মী ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ২ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন তহবিল প্রজেক্ট ৪৪ কোটি ৬৩ লাখ টাকা ধরা হয়েছে।
এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ও সমাপনী জেরসহ বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকা।
এসময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী মো. লিটন হোসেন ও উপসহকারী প্রকৌশলী হোসাইন শেখ প্রমুখ।
টিএইচ