রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Post

কসবা-আখাউড়া সীমান্তে চোরাই পণ্য জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবা-আখাউড়া সীমান্তে চোরাই পণ্য জব্দ

কসবা ও আখাউড়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন আখাউড়া বিওপি ও কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির সদস্যরা এই অভিযান চালায়।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, জিরা, ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ওষুধ। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৬ লাখ টাকা।

কর্নেল মো. জিয়াউর রহমান আরও জানান, এসব মালামাল আখাউড়া কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

টিএইচ