বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

কুষ্টিয়া পৌর বিএনপির বাবু সভাপতি কামাল সম্পাদক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌর বিএনপির বাবু সভাপতি কামাল সম্পাদক

কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক শওকত হাসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সম্মেলন উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. গোলাম মোহাম্মদ,  অ্যাড. খাদেমুল ইসলামসহ বিএনপির নেতারা।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত গোপন ব্যালটের  মাধ্যমে নেতা নির্বাচন সম্পূর্ণ করা হচ্ছে। তার নির্দেশনায় জেলায় সব উপজেলা পর্যায় ওয়ার্ড ইউনিয়ন পৌর উপজেলার সব ইউনিটের নেতা নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে গোপন ব্যালোটের মাধ্যমে সম্পূর্ণ করা হচ্ছে। যারা দুর্দিনে ১৭টি বছর  ফ্যাসিস্ট আ.লীগ দ্বারা নির্যাতিত, জেল জুলুম অত্যাচারে একটি রাতও শান্তিতে বাড়ি থাকতে পারেনি তাদেরকেই বিএনপি মূল্যায়ন করছে আগে।  

কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে দুটি পদে গোপন ব্যালোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪৯১ জন ভোটার তারা তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

কুষ্টিয়া সরকারি কলেজের পাঁচটি বুথে ২১টি ওয়ার্ডের ভোট গ্রহণ চলে। রাত ১০টায় নির্বাচনি ফলাফল প্রকাশ করা হয়। একে বিশ্বাস বাবু সভাপতি এবং কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন, অ্যাড. আব্দুল মজিদ।

টিএইচ