‘প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়, এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে অসুস্থ, দুস্থ, অসহায়, অগ্নিদগ্ধ ও শিক্ষার্থীদের মধ্যে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত- ই-খুদা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবির, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, ভুরুঙামারীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, সাংবাদিক সায়েদ আহমেদ বাবু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ সংগঠক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। এক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অবশ্যক বলে জানান তিনি।
টিএইচ