ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে রাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ছাত্রলীগ কর্মী, বিবাহিত ও অনিয়মিত ছাত্রদের গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সক্রিয় কর্মী ও বিবাহিতদের পদ দেয়ার অভিযোগ উঠেছে।
কমিটি ঘোষণার পর রাতেই কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। গত শনিবার রাতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন স্বাক্ষরিত পত্রে ৩৯ সদস্যের কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পদবঞ্চিতদের অভিযোগ, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্নভাবে নানা সমালোচনা ও বিতর্ক উঠেছে। দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ত্যাগী ও পাদবঞ্চিতরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।
অবিলম্বে এই আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে ক্যাম্পাসে মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ছাত্রলীগ থেকে ৫ আগস্টের পর ছাত্রদলে যোগ দেয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। বিবাহিত অনিয়মিত ছাত্র ও চাঁদাবাজদের দিয়ে এই কমিটি আমরা মানবো না।
গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, বিগত ২০২২ সাল থেকে যারা বিএনপির আন্দেলন সংগামে ছিল তাদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে ভাওয়াল কলেজ শাখা বিএনপি ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে। একজন ছাত্র বিবাহিত কিন্ত ভুলবশত তার নাম কমিটিতে চলে আসছে পরবর্তী সভায় তার নাম বাদ একজন নিয়ে নিব।
টিএইচ