দিনাজপুরের হাকিমপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মো. মামুনুর রশিদ (৫০) র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় র্যাব-১৩ (দিনাজপুর) ও র্যাব-৬ (ঝিনাইদহ)-এর যৌথ অভিযানিক দল তাকে আটক করে।
গ্রেপ্তার আসামি মো. মামুনুর রশিদ (৫০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মৃত ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৮ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুনুর রশিদ ও তার সহযোগীরা হাকিমপুর উপজেলার তুলশীগঙ্গা নদীর ধারে রহমতের আবাদি জমির পাশে ভিকটিমকে ডেকে নিয়ে মারধর করে গুরুতর জখম করে।
এ সময় হত্যার জন্য তাকে জোরপূর্বক ইনজেকশনের মাধ্যমে বিষপ্রয়োগ করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে ৯ জুলাই তিনি চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচ বগুড়ায় মারা যান।
ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে হাকিমপুর থানায় হত্যা মামলা করেন। বিষয়টি এলাকায় ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
অবশেষে ১৯ আগস্ট ভোরে যৌথ অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএইচ