বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
The Daily Post

আড়াইহাজারে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে ব্যাপক বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা ও তার আশপাশে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও  সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া একে অপরকে আ.লীগের লোকজন নিয়ে বলয় ভারী করার অভিযোগ করেন। এক পর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনে বাকবিতণ্ডা শেষে সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষের সময় বেলায়েতের অনুসারী ইদ্রিস আলীর লোকজন জাকারিয়ার লোকজনকে মারধর করে। এ ঘটনার পর থেকে খাগকান্দা এলাকায় কাকাইলমোড়া, নয়নাবাদ ও চম্পকনগর এলাকায় উত্তেজনা বিরাজ করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের অনুসারী কাকাইল মোড়ার ইদ্রিস আলীর বাড়িতে জাকারিয়ার সমর্থিত লোকজন দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে হামলা করে। পাল্টা হামলা করলে এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।  

আহত মনজুর হোসেন, মনির  হোসেন, মীম, মকবুল, ফতি, রনি, জসিম, ফাহাদ, সাইমন, এদের মধ্যে টেটাবিদ্ধ মঞ্জুর হোসেন, শাহালমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হামলার সময় কাকাইলমুড়ার ইদ্রিস আলী, মঞ্জুর হোসেন, মনির হোসেন ও আবেদ আলীসহ দশ বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। আহত মনির হোসেন জানান, তিনি মুরগির ফার্মে কাজ করার সময় কোন কিছু বুঝার আগেই ২০-২৫ জন লোক দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালায়।

ইদ্রিস আলী জানান, জাকারিয়া খাগকান্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও স্থানীয় আ.লীগের লোকজনের সহায়তায় তাদের দশটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে।

এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর হোসেন ও তার ভাই শাহালমের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টিএইচ