নরসিংদীর পলাশে দুই পা পঙ্গু আসাবুদ্দীনকে ঘরের চালের জন্য তিন বান ঢেউটিন দিয়েয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঢেফটিন তুলে দেন ইউএনও মো. আবুবক্কর সিদ্দিকী।
এ সময় ইউএনওর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার উপস্থিত ছিলেন। এর আগে দুই পা পঙ্গু আসাবুদ্দীন স্বাভাবিক জীবনে ফিরতে চায়, প্রয়োজন আর্থিক সহায়তা, আসাবুদ্দীনকে বাঁচাতে এগিয়ে আসুন, শিরোনামে সংবাদ প্রকাশ করলে খবরটি নজরে আসে পলাশ ইউএনও। এরপর গত ১০ আগস্ট আসাবুদ্দীনের বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন ইউএনও মো. আবুবক্কর সিদ্দিকী।
পলাশ ইউএনও মো. আবুবক্কর সিদ্দিকী বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছি। আশাবুদ্দীনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে কিছু করে দেয়ার চেষ্টা করতেছি। তাকে ও তার পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।
টিএইচ