বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনকে সনদ প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনকে সনদ প্রদান

দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) শহরের সাবালিয়ায় ই- লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে এ সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম।

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলার কো-অর্ডিনেটর মো. জুয়েল রানার সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করছে। শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থী হাতে প্রশিক্ষণ সনদ, সম্মানী ভাতা এবং ৬ জন টপ ফ্রিল্যান্স আর্ন অর্জনকারীর হাতে ক্রেস্ট প্রদান করেন।

টিএইচ