জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) শিবালয় থানা পুকুরে এই পোনা অবমুক্ত করা হয়।
এসময় মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, ইউএনও মো. জাকির হোসেন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, থানার ওসি কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অফিসের সহায়তায় শিবালয় থানার পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। এটা সরকারের একটি ভালো উদ্যোগ।
কারণ মাছ দেশের প্রোটিনের একটি প্রধান উৎস। জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত, প্রাতিষ্ঠানিক ও ধানক্ষেতে পোনামাছ অবমুক্তকরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার সাত উপজেলায় কর্মসূচি পালিত হচ্ছে। এজন্য জেলায় প্রায় ৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
শিবালয় ইউএনও মো. জাকির হোসেন বলেন, উপজেলা পরিষদ পুকুর, আরুয়ার বিল, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুকুরসহ বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। উদ্দেশ্য যাতে প্রজণনের মাধ্যমে মাছের বংশবিস্তার হয় এবং স্থানীয়রা মাছগুলো ধরে খেতে পারে।
টিএইচ