মাগুরা জেলার স্বাস্থ্য খাতে অসামান্য অবদান এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরকে “জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক-২০২৫” এ ভূষিত করা হয়েছে।
এছাড়াও সিভিল সার্জনের কার্যালয় মাগুরা শ্রেষ্ঠ সরকারি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই অর্জন মাগুরা জেলাকে জাতীয় পর্যায়ে নতুনভাবে পরিচিত করেছে এবং স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ডা. শামীম কবির দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
তার নেতৃত্বে বৃক্ষরোপণ, সবুজায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় একাধিক সফল উদ্যোগ গ্রহণ করা হয়, যা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জনকে অভিনন্দন জানিয়ে বলা হয়, “স্যারের এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো মাগুরা জেলার গৌরব।”
উল্লেখ্য, “জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক” প্রতি বছর পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়।
টিএইচ