বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

নেত্রকোণার দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দূর্গাপুর মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এ সম্মেলনের আয়োজন করে।

দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব মো. হারেজ গনির সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান চেয়ারম্যান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হারেজ গনিকে নির্বাচিত করা হয়।