রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
রোববার (২৭ জুলাই)রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাড. কামরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই চিঠিতে বলা হয়, গত ২৬ জুন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরে একটি শুনানীকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির একপর্যায়ে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়।
জেসমিন সুলতানা বাদী হয়ে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী চাঁদ আলী খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে সভাপতির চলতি দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে এ বিষয়ে দলীয়ভাবে রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতিসহ ৩ সদস্য তদন্ত কমিটি তদন্ত করেন।
ওই তদন্ত কমিটির তদন্তে তার বিরুদ্ধে অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করায় আর কোন অভিযোগ না থাকায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি পদে পুনরায় চাঁদ আলী খানকে বহাল করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন। সেই সাথে জেলা বিএনপির নেতাকে শুভেচ্ছা জানান।
টিএইচ