বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বাগেরহাট প্রতিনিধি

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী তোরাব আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার গোডাউন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ তোরাব আলী বাগেরহাটের বারুইপাড়ার পারকুরশাইল গ্রামের কুব্বাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৯ মে) তোরাব আলী বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। ফকিরহাট গোডাউন মোড় এলাকায় এসে পৌঁছানোর পর মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহনটি পালিয়ে গেছে।

টিএইচ