বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ফরিদগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত, তিনজন গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত, তিনজন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ভাতিজা খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতোমধ্যে নিহতের পিতা বাদী হয়ে মামলা করেছেন, পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং একজন পলাতক রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) নিহত বাহার হোসেন বাবুর পিতা রওশন আলী বাদী হয়ে ভাতিজা শাকিলকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তাং ১২.০৮.২৫) করেন। গ্রেপ্তাররা হলেন, প্রধান আসামি শাকিল, তার স্ত্রী সুমাইয়া এবং হাসান গাজী।

নিহত বাহার হোসেন বাবু ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়ির বাসিন্দা। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।

প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর একজন পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বড়গাঁও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টিএইচ