রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Post

বাঁশখালীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় বাঁশখালী থানার এএসআই আকবর হোসেন ওই আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।

জানা যায়, রুবেলের স্ত্রীর করা যৌতুক আইনের মামলায় তিনি আদালতে হাজির না হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (বাঁশখালী) তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আটক আসামি বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ী ৬নং ওয়ার্ড খদুল্লা পাড়ার আজগর আলীর পুত্র রুবেল।

এই বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম মুঠোফোন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ