বাগেরহাটে হ্যামকো কোম্পানির প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজের ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালসহ দুজনকে আটক করা হয়।
পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জন এবং ফকিরহাট থেকে দুজনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ১০টন অ্যালুমিনিয়াম বার, এক টন তামা ও আড়াই টন তামার তার উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ২ হাজার টাকা। আটক আসামিদের মধ্যে ৫জন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
বুধবার (৯ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি বলেন, আটকরা অন্যকোনো ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্যাক্টরিতে দায়িত্বরত কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিকে সামনে রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মো. তৌহিদুল আরিফ পুলিশ সুপার বাগেরহাট বলেন, গত ৪ জুলাই রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকায় মহাসড়কের পাশে থাকা হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে এক কোটি ২ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল। পরেরদিন ওই প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মো. আশরাফুল মিজান বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ডাকাতি মামলা করেন।
টিএইচ