আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আলমডাঙ্গা শহরের এরশাদ মঞ্চে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা- ১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়োন প্রার্থী।
জনসভায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, একটি প্রায় ধ্বংসস্তূপ দলকে প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে তারেক রহমান আমাদের উজ্জীবিত করেছেন।
ফ্যাসিস্টদের নির্যাতন, নিপীড়ন সহ্য করে হলেও আমরা কেন্দ্র ঘোষিত প্রত্যেকটি দলীয় আয়োজন সম্পন্ন করেছি। মনোনয়ন নিয়ে আমি কথা বলবো না। কথা হলো একটাই আমাদের মার্কা ধানের শীষ। ধানের শীষের জন্য আমরা মাঠ রেডি রেখেছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা একসঙ্গে কাজ করবো। মনোনয়ন যেই পাক না কেন আমরা ধানের শীষের।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক মো সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু প্রমুখ।
এছাড়া আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন, নাগদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাদুল হক একদলসহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
টিএইচ