চলতি বর্ষা মৌসুমে কখনো তীব্র রোদ, কখনো অঝোর বৃষ্টি তবু খোলা আকাশের নিচেই দায়িত্ব পালন করেন মাগুরার ভায়না মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা। বহুদিন আগে এক বিক্ষোভে ভাঙচুর হওয়া পুলিশ বক্সটি এখনো মেরামত না হওয়ায় নেই আশ্রয়ের ব্যবস্থা, নেই নিরাপত্তামূলক কোনো অবকাঠামো।
জেলা শহরের প্রবেশপথ ভায়না মোড়টি খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও ফরিদপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কৌশলগত রুট। পাশাপাশি সীমান্তঘেঁষা জেলা হওয়ায় এই মোড় মাদক ও চোরাচালান ঠেকাতে পুলিশের জন্য গুরুত্বপূর্ণ চৌকি হিসেবেও বিবেচিত।
সরেজমিনে দেখা যায়, পুলিশের ভাঙা বক্সের সামনেই গড়ে উঠেছে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড। এর পাশেই দাঁড়িয়ে তীব্র রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, দিনের বেশিরভাগ সময়ই আমাদের বাইরে দাঁড়িয়ে কাটে। বৃষ্টির সময় ভিজি, রোদের সময় গরমে টেকা যায় না। আগের বক্সটা থাকলে অন্তত একটু আশ্রয় নেয়া যেত।
স্থানীয়রা বলছেন, একসময় এই পুলিশ বক্স অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখত। এখন সেটি পড়ে আছে ভাঙা অবস্থায়। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন দুর্বল হচ্ছে, তেমনি নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
মাগুরা শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এই বক্সটা শুধু পুলিশের জন্য ছিল না, দুর্ঘটনায় পড়া মানুষ বা পথচারীরাও সাহায্য পেত এখানে। এখন সেখানে পুলিশ নেই, ছাউনিও নেই।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান বলেন, পুলিশ বক্স মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে।
টিএইচ