ময়মনসিংহে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার (১২ মে) জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথির উপস্থিতিতে সদর উপজেলার বিভিন্ন বয়সের ৩০ জন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, কনসালটেন্ট ডা. গোলাম মোস্তফা, ডা. শরীফ আহমেদ, ফিজিওথেরাপিস্ট নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের অভিভাবক ও উপকারভোগী।
টিএইচ