জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় শহীদ পরিবারের লোকজন বলেন, আমাদের দাবির মধ্যে আজ ১টি দাবি পুরণ হতে চলেছে। আমরা চাই দ্রুত নির্মাণ কাজ শেষ হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী বলেন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আমাদের দাবির মধ্যে একটি দাবি ছিল তা আজ উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা প্রশাসক জানান, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। আগামী ৫ অগাস্টে মধ্যে এর কাজ শেষ করা হবে এবং ৫ আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর ইউএনও ইবনুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিএইচ