রংপুরের পীরগাছা উপজেলায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ার ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের অধিকাংশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার রাতে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগাছা থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ঘটনাস্থলেই শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যু নিশ্চিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫০-৬০ জন যাত্রী একটি বিয়ে বাড়ির বৌভাতে অংশ নিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় যান।
অনুষ্ঠান শেষে ফেরার পথে রাতে বাসটি পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি এখনো পুকুরে পড়ে রয়েছে, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
টিএইচ