শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী বৈশাখী মেলা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী বৈশাখী মেলা

রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ সকল ইউনিটের অংশগ্রহণে দুই দিনব্যাপী বৈশাখী মেলা-১৪৩১ এর আয়োজন করা হয়েছে। 

গত রোববার রাঙ্গামাটি রিজিয়নের অয়োজনে, ১১ ই বেংগলের প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি-পিএসসি। এ সময় সেনা রিজিয়নের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যসহ তাদের পরিবার উপস্থিত ছিলেন।

দুই দিনের মেলায় বৈশাখের বাহারী খাবার, পান্তা-ইলিশ, বিভিন্ন প্রকারের পিঠা ইত্যাদি এছাড়াও বানর খেলা, সাপ খেলা, পুতুল নাচ, হস্ত শিল্পের প্রদর্শনী ও নাগর দোলার স্টল স্থাপন করা হয়েছে। নির্বাচিত শিল্পী এবং লেকার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রিজিয়ন কতৃপক্ষ।

টিএইচ