বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

শিবচরে লিফলেট বিতরণকালে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

মাদারীপুর প্রতিনিধি

শিবচরে লিফলেট বিতরণকালে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

মাদারীপুরের শিবচরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের সময় আ.লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের বাবুল ফকিরের লোকজনের হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজনকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

ঘটনাটি গত সোমবার রাতে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের বাড়ির সামনে সংঘটিত হয়। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্বে দলীয় কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে, ফেরার পথে চরশ্যামাইল এলাকায় আ.লীগ সমর্থিত বাবুল ফকির চেয়ারম্যানের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন।  পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন ফকির অভিযোগ করে বলেন, বাবুল ফকিরের লোকজন দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। আমাদের কয়েকজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।                                            

টিএইচ