সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চকলেট ও কসমেটিক্সসহ প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সদর উপজেলার হরিনাপাটি গ্রামে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে. এম জাকারিয়া কাদির।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স ও ২০ হাজার ১২০ পিস চকলেট আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হূদয়, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএইচ