বুধবার, ০৯ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৫ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৫ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

একাডেমিক ও প্রশাসনিক সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকালে ময়মনসিংহ শহরের রহমতপুর বাইপাস এলাকায় এ অবরোধ শুরু হয়, যা টানা পাঁচ ঘণ্টা স্থায়ী হয়। এতে ওই এলাকায় যান চলাচলে তীব্র প্রতিবন্ধকতা দেখা দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিদাওয়া শোনেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহার করেন।

এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুরের তিনটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ দীর্ঘদিন ধরে নানামুখী অব্যবস্থাপনার শিকার। এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক ও ল্যাব সুবিধা নেই। নেই দক্ষ টেকনিক্যাল স্টাফ ও গবেষণার বাজেট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো নির্ধারিত সময় অনুযায়ী না হওয়ায় পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এছাড়াও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, স্থায়ী শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত ল্যাব সুবিধা ও দক্ষ টেকনিক্যাল স্টাফ প্রদান, পরীক্ষাসমূহ নিয়মিত আয়োজনের নিশ্চয়তা, গবেষণায় বাজেট বরাদ্দ, প্রশাসনিক স্বচ্ছতা এবং একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন।

তারা জানান, পূর্বে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবিগুলো উপস্থাপন করা হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন।

টিএইচ