মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

কাপ্তাইয়ে বিজিবির মাদকবিরোধী কর্মশালা

রাঙ্গামাটি প্রতিনিধি

কাপ্তাইয়ে বিজিবির মাদকবিরোধী কর্মশালা

‘আমরা সবাই অঙ্গীকার করি, মাদক সেবন বন্ধ করি’ এই প্রতিপাদ্যে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে হলরুমে মাদকবিরোধী জনসচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির মেজর মো. লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর আশিকুজ্জামান, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।

কর্মশালায় বক্তারা সচেতনতামূলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়।

দেশের অর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।

টিএইচ