‘আমরা সবাই অঙ্গীকার করি, মাদক সেবন বন্ধ করি’ এই প্রতিপাদ্যে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে হলরুমে মাদকবিরোধী জনসচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির মেজর মো. লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর আশিকুজ্জামান, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
কর্মশালায় বক্তারা সচেতনতামূলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়।
দেশের অর্থসামাজিক উন্নয়নে মাদকের অপব্যবহার বাধার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।
টিএইচ