বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম জেলায় ব্যাপক পুলিশি কার্যক্রম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলায় ব্যাপক পুলিশি কার্যক্রম

নাগরিক নিরাপত্তা, অপরাধ নিবারণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ সমপ্রীতি সুরক্ষায় কুড়িগ্রাম জেলায় ব্যাপক পুলিশি কার্যক্রম নেয়া হয়েছে। জেলা পুলিশ মিডিয়া জানায়, শুক্রবার (১৯ এপ্রিল) কুড়িগ্রাম জেলার সকল থানায় পুলিশি এ কার্যক্রম নেয়া হয়েছে। 

বিটে বিটে সড়কে সড়কে মসজিদে মন্দিরে পুলিশ অফিসাররা অপরাধ নিয়ন্ত্রণে হাতে নিয়েছে নানামাত্রিক কার্যক্রম ও পুলিশি কৌশল। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র বলেন, ঈদ-পূজা-পার্বন, ছুটি কিংবা বন্ধে সর্বদাই জেলা পুলিশের সদস্যরা নাগরিক নিরাপত্তা ও সেবাকে প্রাধিকার দিয়ে থাকে। 

সকলের সম্মিলিত প্রয়াসে অপার সম্ভাবনা ও সমপ্রীতিতে এগিয়ে যাবে কুড়িগ্রাম, এই অভিযাত্রায় কুড়িগ্রাম জেলা পুলিশ তার অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখে চলেছে। 

টিএইচ