শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

পাবনা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পাবনা প্রতিনিধি

পাবনা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের গ্রাহক হয়রানি, অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে অভিযান চালিয়েন দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়।

দালালদের সঙ্গে আনসার সদস্যরা  এক ধরনের সংকেতের  মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করার প্রমাণসহ মোবাইল ব্যাংকিং বিকাশ ও অন্য কোম্পানির সঙ্গে  টাকা লেনদেনসহ বেশ কিছু প্রমাণ পেয়েছে দুদক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় পর্যন্ত অভিযান চলেছে।

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজেসে পাসপোর্ট সেবা দান গ্রাহক হয়রানি ও ঘুষ দাবি করাসহ নানা অনিয়মের অভিযোগ দায়ের করেন দুর্নীতি দমন কমিশনে।

অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা এক গ্রাহক বলেন, দালাল ধরি নাই সে জন্য বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সারাদিন বসে ছিলাম কোনো কাজই করতে পারিনাই। এখানকার এক স্যার বলেছে নতুন করে ফরম আবেদন করতে হবে। দুদক আসার পর আমার আগের ওই ফরমই জমা নিয়েছে। এই অফিসে দুর্নীতি কোনো ।

দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন,  আজকে পাবনা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সব অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ অস্বীকার করে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন বলেন, পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কোনো দালাল নেই। দুদকের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে

টিএইচ