বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

কয়রায় সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্ধোধন

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্ধোধন

উপজেলার ৬নং কয়রা গ্রামে কয়রা সুন্দরবন পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ জুলাই) পর্যটন কেন্দ্রের ফলক উম্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক রিয়াছাত আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কয়রা পর্যটন কেন্দ্রের অনুমোদন দেয়ায় আজকে এখানে ফলক উম্মোচন করা হলো।

আগামী কয়েক বছরের মধ্যে কয়রা পর্যটন কেন্দ্র সম্ভাবনাময় হিসেবে এখানকার মানুষের ভাগ্যের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাফিন শোয়েব, যৌথ বাহিনীর কয়রা ইউনিট কমান্ডার মো. ওয়াসিম, থানার ওসি জিএম ইমদাদুল হক, কাশিয়াবাদ ফরেস্ট কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শরিফুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির মাও. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এমএ হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মো. নাজমুল হক, তাপস চন্দ্র, নাজির সোহাগ হোসেনসহ হোসেন, স্থানীয় গণ্যামান্য ব্যক্তিরা ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনেরা।

টিএইচ