গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে বালু উত্তোলনের কাজে ব্যবহূত ড্রেজার মেশিনসহ বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে বিকেল থেকে রাত পর্যন্ত ৪ ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ফুলছড়ি উপজেলার নীলকুঠি গ্রামের নজরুলের ছেলে এনামুল হক এবং মৃত মোজাম্মেলের ছেলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহূত ২টি ড্রেজার মেশিন ১টি টিউবওয়েল ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রাতে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে ফুলছড়ি থানা পুলিশের নিকট বালু ব্যবসায়ীদের জব্দকৃত ড্রেজার মেশিন, টিউবওয়েল ও মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
এদিকে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নিলেও সেনাবাহিনীর এমন অভিযানে খুশি এলাকাবাসী। তারা প্রত্যাশা করেন, বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় সেনাবাহিনীর এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকুক।
টিএইচ