বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

গেজেট বাতিল দাবিতে রাজবাড়ীতে আইনজীবীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

গেজেট বাতিল দাবিতে রাজবাড়ীতে আইনজীবীদের মানববন্ধন

চেক ডিজঅনার, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা আদালতে দায়েরের আগে লিগ্যাল এইডের মাধ্যমে আপোসের বাধ্যবাধকতা আরোপ করে আইন মন্ত্রণালয় থেকে সমপ্রতি প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।

বুধবার (৯ জুলাই) রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালত চত্বরেই সিনিয়র ও তরুণ আইনজীবীদের অংশগ্রহণে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ জুলাই প্রকাশিত গেজেটে বলা হয়েছে, চেক ডিজঅনার, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক আদালত আইন ও সম্পত্তি বণ্টনসংক্রান্ত মামলাগুলো সরাসরি আদালতে দায়ের করা যাবে না। প্রথমে স্থানীয় লিগ্যাল এইড কমিটি আপোসের চেষ্টা করবে; আপস ব্যর্থ হলে তবেই আদালতে মামলা করা যাবে।

বক্তারা অভিযোগ করে বলেন, এই গেজেট বিচারপ্রার্থীদের সাংবিধানিক অধিকার খর্ব করবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়ে আপোসের বাধ্যবাধকতা ভুক্তভোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এতে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা, হয়রানি ও সামাজিক চাপ আরও বেড়ে যাবে।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, এই গেজেট শুধু আইন পেশাকেই দুর্বল করবে না, বরং বিচারপ্রার্থী সাধারণ মানুষকেও ভোগান্তিতে ফেলবে। আমরা চাই, সরকার অবিলম্বে এই গেজেট বাতিল করুক। তা না হলে সারাদেশব্যাপী আইনজীবীরা কঠোর আন্দোলনে নামবে।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু বলেন, নতুন এ বিধান কার্যকর হলে মানুষ বুঝতেই পারবে না, কোথায় যেতে হবে, কীভাবে মামলা করতে হবে। মামলার সময় দীর্ঘ হবে, মামলা না নেয়ার অজুহাত বাড়বে এবং প্রতিকার পাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠবে।

টিএইচ