শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন আটক

চাঁদপুরে পুলিশের অভিযানে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

আটক চোর চক্রের সদস্যরা হলেন, জেলার ফরিদগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাচিয়াড়া পশ্চিম পাঠান বাড়ির হারু অর রশিদের ছেলে রাফসান ইসলাম নিলয়, একই উপজেলার রূপসা ইউনিয়নের বারো পাইকা গ্রামের মো. সেলিমের ছেলে মো. ইয়ামিন ও সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা বাদামতলী খান বাড়ির আব্দুল মান্নান খানের ছেলে আব্দুস সালাম।

পুলিশ জানায়, গত বুধবার সদর মডেল থানা পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল চোরকে চুরি করে আনা মোটরসাইকেলসহ আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে চুরিতে জড়িত রাফসান ও ইয়ামিনের সন্ধান পাওয়া যায়।

তাদের জিজ্ঞাসাবাদে এসব মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত নিজগাছতলা এলাকার সালাম মোটরসের আব্দুস সালামের সন্ধান মিলে। তিনি চোরাই করা মোটরসাইকেল তার গ্যারেজে সংরক্ষণ করতেন।

আটক চোর চক্রের সদস্যরা পুলিশকে জানান, তারা লক্ষ্মীপুর, কুমিল্লাসহ আশপাশের এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের কাছ থেকে এসব মোটরসাইকেল ক্রয় করতেন। এর মধ্যে অধিকাংশ মোটরসাইকেলের নিবন্ধন নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, সালাম চোরাই মোটরসাইকেলের ব্যবসা করে। তাকেও আটক করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

টিএইচ