শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বরিশালে স্পিডবোট বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন

বরিশাল ব্যুরো  

বরিশালে স্পিডবোট বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন

সরকার কর্তৃক স্পিডবোটের ভাড়া ৩০০ টাকা যাত্রী ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ করে বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর ডিসিঘাট এলাকায় ধর্মঘট ও মানববন্ধন করেন স্পিডবোট চালক ও মালিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে বরিশাল-ভোলা রুটে চলাচল করা প্রায় ২ হাজারের বেশি যাত্রীরা।

বরিশাল স্পিডবোট মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মিলন শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের কোষাধ্যক্ষ  মজলু আকন ও লাইনম্যান লিটনসহ প্রায় দুই শতাধীকের বেশি স্পিডবোটের মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে স্পিডবোটের চালকরা জানান, আগে একটি স্পিডবোটের প্রতি ট্রিপে নয়জন যাত্রী পরিবহন করে টিকিট প্রতি ৩৫০ টাকা আদায় করা হতো। কিন্তু সরকার ৩০০ টাকা ভাড়া নির্ধারণ এবং একটি স্পিডবোটে আটজন যাত্রী পরিবহনের নিয়ম করেছে।

এমনিতেই যাত্রী সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এ রুটের চালক ও মালিকরা লোকসানে রয়েছে। তার মধ্যে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বে ভাড়া ৩৫০ টাকার জানানো হয়।

তারা আর জানান দাবি মানা না হওয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্য স্পিডবোট বন্ধ রাখা হবে। শুধু তাই নয় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা করেন স্পিডবোট সমিতির মালিক ও চালকরা।

টিএইচ