সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
The Daily Post

তালায় ইউএনওর পক্ষে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি  

তালায় ইউএনওর পক্ষে মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) তালা ডাক বাংলোর সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক নেতা অধ্যাপক মোশারাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক নেতা জগদিশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় ডেএসডি নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইমাম পরিষদ নেতা মাওলানা তাওহিদুর রহমান, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল কাদের, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক সম ইয়াছিন উল্লাহ, ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল তালাতে যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এই উপজেলা কে সুন্দরভাবে গড়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। তিনি একজন নম্র, ভদ্র ও সাদালাপি মানুষ। তিনি সব পেশার মানুষের সাথে হাসিমুখে কথা বলেন। এমন একজন গুণী মানুষ কে তালা থেকে সরানোর জন্য একটি কুচক্রীমহল উঠেপড়ে লেগেছে। তার নামে মিথ্য তথ্য সরবরাহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, বিভিন্ন কলেজের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সহস্রাধিক লোক এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

অন্যদিকে রোববার (২৭ এপ্রিল) তালা উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ প্রমুখ।

টিএইচ