বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

দীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

দীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

খাগড়াছড়ি দীঘিনালায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে দেশি জাতের নিম, বেল, জাম, কাঁঠাল চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দীঘিনালায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত সমাবেশ শেষে শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ উদ্বোধন করে দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপসহকারী সুপন চাকমা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরেশ চাকমা প্রমুখ।  

এসময় কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন বলেন, গাছ আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। স্কুল শিক্ষার্থীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি মাধ্যমে সবাই সচেতন হবে গাছ লাগাবে এবং পরিচর্চা করবে। উপজেলা বিভিন্ন স্কুল ৯শ শিক্ষার্থীদের মধ্যে এ চারা বিতরণ করা হবে।

টিএইচ