পাবনা প্রেস ক্লাবের সামনে জেলা পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে শনিবার (১২ জুলাই) মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আগা মঞ্জরুল ইসলাম, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক বাপ্পি সরদার, সহ-প্রচার সম্পাদক আরজু শেখ প্রমুখ।
বক্তারা বলেন, জেলা যুবদলের বিগত তিন বছর যাবত দুই সদস্য বিশিষ্ট ব্যর্থ আহ্বায়ক কমিটি পুনরায় আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত কর্মী ও জেল জুলুম নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে এক তরফা কমিটি করা হয়েছে।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এই কমিটি বাতিল করে। ত্যাগী নেতাদের কমিটিতে পদ দেয়ার আহ্বান জানান পদবঞ্চিত নেতাকর্মীরা।
টিএইচ