শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Post

পুলিশের তদন্ত কাজে অভিযুক্তদের বাধা, ১২ জনের নামে মামলা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পুলিশের তদন্ত কাজে অভিযুক্তদের বাধা, ১২ জনের নামে মামলা

পিরোজপুরের নেছারাবাদে পুলিশের তদন্ত করতে গিয়ে অভিযুক্তদের বাধা ও হেনস্থার অপরাধে ১২ জনের নামে মামলা করেছেন নেছারাবাদ থানা পুলিশ। গত সোমবার রাতে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন ব্যাপারী বাদী হয়ে এ মামলা করেছেন।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১ জুন নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনকালে সাধারণ জখম, পোশাক ছেরা, সাধারণ ও গুরুতর জখমসহ অবৈধভাবে অবরুদ্ধ করার অপরাধে এ মামলা করেছেন নেছারাবাদ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম তালুকদার, পিতা মৃত- মোজাহার আলী, মো. মারুফ তালুকদার, পিতা. সিদ্দিকুর রহমান, মো. সিরাজ, পিতা. আবুল হোসেন, মো. তানভীর তালুকদার, পিতা. মো. বাবুল তালুকদার, মো. রাসেল, পিতা. মো. মিজানুর রহমান। উভয়ের গ্রাম. উড়িবুনিয়া, উপজেলা. নেছারাবাদ, জেলা. পিরোজপুর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১লা জুন নেছারাবাদ থানার এসআই নাসির উদ্দীন ও তার সঙ্গীয় কনস্টেবল জিয়াউল হক বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া ৮নং ওয়ার্ডে একটি অভিযোগ বিষয়ে তদন্ত করতে গেলে সেখানে পূর্ব থেকেই স্থানীয় যুবদল নেতা সুলতানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল দিচ্ছিল।

পুলিশের সামনে যুবদল নেতা সুলতানের ভাইকে দেখেই উত্তেজিত জনতা হামলা করে তখন এসআই নাসির উদ্দিন ব্যাপারী মারধর করতে নিষেধ করলে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তখন এসআই নাসির উদ্দিন ব্যাপারী তার ব্যবহূত মোবাইল ফোন দ্বারা ভিডিও করতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ছুড়ে ফেলে এবং এসআই নাসির উদ্দিন বেপারীকে ধাক্কা দিয়ে এলোপাথাড়ি কিল ঘুসি মারে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে তদন্তের কাজে বাধা দেয়।

‎স্থানীয়রা জানান, উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের যুবদল নেতা মো. সুলতান তালুকদার মো. হাসান তালুকদার, মো. বাচ্চু তালুকদার, মো. সোহাগ তালুকদার ও আমির তালুকদারের বিরুদ্ধে জুয়া খেলায় বাধা দেয়ায় মারধর করার হুমকি প্রদানের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের তদন্ত করতে এস আই নাসির এবং কনস্টেবল জিয়াউল হক ঘটনা স্থলে যাওয়ার পরে এই ঘটনা ঘটে।

‎এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারধর করার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে নেছারাবাদ থানার এসআই নাসির উদ্দিন ব্যাপারী বাদী হয়ে একটি মামলা করেছেন। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টিএইচ