শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ফেনীতে পরিবহনে চাঁদাবাজীর অভিযোগে ৯ জন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি 

ফেনীতে পরিবহনে চাঁদাবাজীর অভিযোগে ৯ জন গ্রেপ্তার

ফেনীতে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজীকালে ৯জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাবের পক্ষ থেকে এ তথ্য পাওয়া গেছে। 

র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ছাগলনাইয়া পৌরসভা হতে ফেনী সদরগামী ও মুহুরীগঞ্জগামী এবং করেরহাটগামী পাঁকা রাস্তার উপর বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ওই উপজেলার উত্তর যশপুর এলাকার ওবায়দুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম, মধ্যম মটুয়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. আনোয়ার, ইব্রাহিম দিপ্তির ছেলে মো. আবুল হাশেম খোকন, মাক্ষু মিয়ার ছেলে মো. আলম, বাঁশপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. ছলিম, আবুল কালামের ছেলে মো. আরাফাত, মৃত জাফর আহম্মেদের ছেলে মো. রেজাউল করিম, পশ্চিম ছাগলনাইয়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আজিম উদ্দিন ও একই উপজেলার উত্তর আদার মানিক এলাকার মৃত রহিম উল্ল্যাহর ছেলে মো. শফিক।

এসময় তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত চাঁদার নগদ ২২ হাজার ৬শ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমান ভূয়া রশিদ বই উদ্ধার করা হয়। 

র্যাব-০৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে ভূয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করে আসছিল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ছাগলনাইয়া পৌর এলাকার বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির কথা স্বিকার করেছ। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের সবাইকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ