শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Post

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (১০ জুলাই) প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি রাহাত আহমেদ রিটু, সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধক্ষ্য তানভীর আলম রিমন, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আলম মিলন, নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, অ্যাড. আব্দুল মান্নান, শামীম আলম, জহুরুল ইসলাম, গোলজার হোসেন মিঠু, মুক্তার শেখ, সায়েদুজ্জামান বিজয়, হারুন অর রশিদ তালুকদার।

সভায় আগামী ২৩ আগস্ট নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়। অভিষেক অনুষ্ঠান সফল করতে ৫টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের সম্পাদকেরা নিজেদের বাজেট পেশ করেন।

পরে বাজেটের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রেস ক্লাবকে নিয়ে বিব্রতকর স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান হয়। একই সাথে ইতিপূর্বে প্রেস ক্লাবের সদস্য না হতে পেরে যারা প্রেস ক্লাব সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস বা কোন স্ট্যাটাসে আপত্তিকর মন্তব্য করেছেন তাদের প্রেস ক্লাবে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

টিএইচ