নাটোরের বাগাতিপাড়ায় আখ চাষে আধুনিক পদ্ধতি, ব্লক ফার্মিং এবং মুড়ি আখ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে খামার দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) উপজেলার পৌরসভার পেঁড়াবাড়িয়া এলাকায় নাটোর সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগের উদ্যোগে এই খামার দিবস অনুষ্ঠিত হয়। আয়োজনস্থলে আখের বিভিন্ন জাত এবং নাটোর সুগার মিলের উৎপাদিত আখের চিনি সরাসরি প্রদর্শন করা হয়।
নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
নাটোর সুগার মিলের ডিজিএম (সমপ্রসারণ) কৃষিবিদ মো. নজরুল ইসলামের পরিচালনায়, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও কৃষক আলহাজ কামাল উদ্দিন, আখচাষি ফেডারেশনের সভাপতি হাজি মুসলেম উদ্দিন এবং কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কৃষক মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
কর্মসূচিতে কৃষকদের মধ্যে উন্নত জাতের আখ চাষ, ফলন বৃদ্ধির কৌশল এবং গুণগত মান উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, আখ থেকে উৎপাদিত গুড়, চিনি ও অন্য পণ্যের মানোন্নয়ন ও বাজারজাতকরণে কৃষকের আয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
টিএইচ