টাঙ্গাইলের ভূঞাপুরে বিল আমুলা ও নিকলা বিলে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ ঘোষিত চায়না জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও আবু আব্দুল্লাহ খান বলেন, যমুনা নদীতে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ জুন) নিকলা বিল ও বিল আমুলাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়। পরে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার বলেন, খাল-বিলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ চায়না জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি বার বার বলার পরও কিছু জেলে তা মানছেন না। মাছের প্রজনন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএইচ