পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৫০ পিস ইয়াবা, নগদ অর্থ ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক তিন মাদক কারবারি আলতাফ মৃধা ও মো. শাকিল আহমেদ দেউলী সুবিদখালী ইউনিয়ন এবং তানভীর উল ইসলাম আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাফিন এম একতিদার ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আলতাফ মৃধার বসতঘর থেকে মাদক কারবারি আলতাফ মৃধা (৪৫), মো. শাকিল আহমেদ (২৪) ও উত্তর আমড়াগাছিয়া গ্রামের তানভির উল ইসলামকে (২৫) আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির দুই হাজার ৩৮০ টাকা, চারটি দিয়াশলাই, পাঁচটি সিরিঞ্জ, একটি কসটেপ, একটি কেচি, ৩০ পিস ফয়েল পেপার টুকরা, চারটি প্লাস্টিকের আঙুলের ক্যাপ, ১০ টাকার নোট দিয়ে বিশেষভাবে তৈরিকৃত মাদক সেবনের একটি পাইপ ও দুটি নীল রংয়ের পলিথিনের জিপার উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
টিএইচ