জুলাই বিল্পবের আহত ও নিহতদের স্মরণে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব। এই উপলক্ষে পহেলা জুলাই বুধবার (২ জুলাই) আহত ও নিহতদের স্মরণে প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও এই কর্মসূচির প্রধান সমন্বয়ক এস এম উমেদ আলী ও মু. ইমাদ উদ দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্থির চিত্র প্রদর্শনসহ ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ুন।
সাংবাদিক মুক্তাদির আহমদের কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির ইঞ্জি. শাহেদ আলী, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌলভীবাজার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বকসী মিছবাহ উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিলেট বিভাগীয় ইমাম সমিতির সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে জুলাই বিল্পবে আহত ও নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী।
প্রেসক্লাবের ৩৬ দিনের কর্মসূচিগুলো হলো আন্দোলনের সময়ে ঘটনা প্রবাহের নানা বেদনাময়ী ও নির্মম দৃশ্যের ছবি নিয়ে ৩৬ দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল, আন্দোলনকারী ছাত্র-জনতার বিভীষিকাময় ওই দিনগুলোর স্মৃতিচারণ, ভিডিও চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, স্মৃতিতে আন্দোলনের দিনগুলো, আন্দোলনের সফলতা, স্বৈরাচারের পতন ও বিজয়ের স্মৃতিকথা, ছড়া ও কবিতা গ্রন্থের প্রকাশনা। শেষ দিন ৫ আগস্ট দেশাত্মবোধক ও জাগরণী সংগীত নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
টিএইচ