বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার (৯ আগস্ট) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর ত্রিপুরা আদিবাসী পল্লিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা অশোক কুমার রায়।

এতে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা বাদল চৌধুরী, কারিতাস বাংলাদেশের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সিডিও বার্থলোমিও গোমেজ, সিডিএ মিন্টু সাহা ও সুমন বাগদী। সভাপতির বক্তব্যে অশোক কুমার রায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগরতলা থেকে পালিয়ে আমাদের ত্রিপুরা সমপ্রদায় রাজবাড়ীর বারবাকপুরে এসে বসবাস শুরু করে।

নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা মূলধারার জীবনে মিশে গেছি, কিন্তু এখনও নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। সমপ্রতি আমাদের এক সদস্য জমি বিক্রি করতে গেলে সাব-রেজিস্ট্রার তার জমির রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান, এবং কেন রেজিস্ট্রি হয়নি তারও কোনো কারণ জানাননি। এটি সরাসরি অন্যায়, আমরা এর সমাধান চাই।

টিএইচ