বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে বিআইডব্লিউটিএর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে বিআইডব্লিউটিএর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ফেরিঘাট এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১৯ মে) উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ফেরিঘাটটি চালু হওয়ার পর থেকেই সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠে ছোট ছোট দোকান ও বিভিন্ন স্থাপনা। এতে যাত্রীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিল এবং ফেরিঘাট এলাকার পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল।

বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, আমরা প্রায় ২০ দিন আগে দোকান মালিকদের নোটিশ দিয়ে বলেছিলাম এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে। কিন্তু তারা তা উপেক্ষা করে নতুন করে দোকান তৈরি শুরু করে।

তাই গত রোববার আমরা চূড়ান্ত নোটিশ জারি করি এবং সোমবার (১৯ মে) ইউএনওর উপস্থিতিতে অভিযান পরিচালনা করি। অভিযানে অন্তত ৩০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় উপজেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ আরও জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফেরিঘাট এলাকার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একইসঙ্গে তারা স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন যাতে ভবিষ্যতে আর কেউ অবৈধভাবে কোনো স্থাপনা গড়ে না তোলে।

এদিকে উচ্ছেদকৃত দোকান মালিকরা দাবি করেছেন, তারা দীর্ঘদিন জেটির কাউন্টার সংলগ্ন স্থানে সেখানে ব্যবসা করে আসছেন, ফেরি উদ্বোধন হওয়ার পর থেকে সব নৌযান সেখানে বিধান কাস্টমার তাদের দোকানমুখি না হওয়ার এখানে দোকান করা হঠাৎ এভাবে উচ্ছেদে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে প্রশাসন বলছে, জনস্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিএইচ